পরিচ্ছেদ: বিতর সালাতে রাসূল (ﷺ) যেসকল সূরা পড়তেন
২৭৭. সূরা আল-আ'লা, সূরা আল-কাফিরূন ও সূরা আল-ইখলাস
আল্লাহ্র রাসূল (ﷺ) বিতরের সালাতে ৩টি সূরা পড়তেন: সূরা আল-আ'লা -
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ﴿١﴾ الَّذِي خَلَقَ فَسَوَّىٰ ﴿٢﴾ وَالَّذِي قَدَّرَ فَهَدَىٰ ﴿٣﴾ وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَىٰ ﴿٤﴾ فَجَعَلَهُ غُثَاءً أَحْوَىٰ ﴿٥﴾ سَنُقْرِئُكَ فَلَا تَنسَىٰ ﴿٦﴾ إِلَّا مَا شَاءَ اللَّهُ ۚ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَىٰ ﴿٧﴾ وَنُيَسِّرُكَ لِلْيُسْرَىٰ ﴿٨﴾ فَذَكِّرْ إِن نَّفَعَتِ الذِّكْرَىٰ ﴿٩﴾ سَيَذَّكَّرُ مَن يَخْشَىٰ ﴿١٠﴾ وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ﴿١١﴾ الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَىٰ ﴿١٢﴾ ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَىٰ ﴿١٣﴾ قَدْ أَفْلَحَ مَن تَزَكَّىٰ ﴿١٤﴾ وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّىٰ ﴿١٥﴾ بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا ﴿١٦﴾ وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَىٰ ﴿١٧﴾ إِنَّ هَٰذَا لَفِي الصُّحُفِ الْأُولَىٰ ﴿١٨﴾ صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَىٰ ﴿١٩﴾
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَی ۙ﴿۱﴾ الَّذِیْ خَلَقَ فَسَوّٰی ۪ۙ﴿۲﴾ وَالَّذِیْ قَدَّرَ فَهَدٰی ۪ۙ﴿۳﴾ وَالَّذِیْۤ اَخْرَجَ الْمَرْعٰی ۪ۙ﴿۴﴾ فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰی ؕ﴿۵﴾ سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰۤی ۙ﴿۶﴾ اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ یَعْلَمُ الْجَهْرَ وَمَا یَخْفٰی ؕ﴿۷﴾ وَنُیَسِّرُكَ لِلْیُسْرٰی ۚ﴿ۖ۸﴾ فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰی ؕ﴿۹﴾ سَیَذَّكَّرُ مَنْ یَّخْشٰی ﴿ۙ۱۰﴾ وَیَتَجَنَّبُهَا الْاَشْقَی ﴿ۙ۱۱﴾الَّذِیْ یَصْلَی النَّارَ الْكُبْرٰی ﴿ۚ۱۲﴾ ثُمَّ لَا یَمُوْتُ فِیْهَا وَلَا یَحْیٰی ﴿ؕ۱۳﴾ قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰی ﴿ۙ۱۴﴾ وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰی ﴿ؕ۱۵﴾ بَلْ تُؤْثِرُوْنَ الْحَیٰوةَ الدُّنْیَا ﴿۫ۖ۱۶﴾ وَالْاٰخِرَةُ خَیْرٌ وَّاَبْقٰی ﴿ؕ۱۷﴾ اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الْاُوْلٰی ﴿ۙ۱۸﴾ صُحُفِ اِبْرٰهِیْمَ وَمُوْسٰی ﴿٪۱۹﴾
(১) তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ করো, (২) যিনি সৃষ্টি করেন। অতঃপর সুসম করেন। (৩) আর যিনি নিরূপণ করেন অতঃপর পথ নির্দেশ দেন। (৪) আর যিনি তৃণ-লতা বের করেন। (৫) তারপর তা কালো খড়-কুটায় পরিণত করেন। (৬) আমি তোমাকে পড়িয়ে দেব অতঃপর তুমি ভুলবে না। (৭) আল্লাহ্ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপন থাকে। (৮) আর আমি তোমাকে সহজ বিষয় সহজ করে দেব। (৯) অতঃপর উপদেশ দাও যদি উপদেশ ফলপ্রসু হয়। (১০) সে-ই উপদেশ গ্রহণ করে, যে ভয় করে । (১১) আর হতভাগাই তা এড়িয়ে যায়। (১২) যে ভয়াবহ আগুনে প্রবেশ করবে। (১৩) তারপর সে সেখানে মরবেও না এবং বাঁচবেও না। (১৪) অবশ্যই সাফল্য লাভ করবে যে আত্মশুদ্ধি করবে, (১৫) আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে। (১৬) বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। (১৭) অথচ আখিরাত সর্বোত্তম ও স্থায়ী। (১৮) নিশ্চয় এটা আছে পূর্ববর্তী সহীফাসমূহে। (১৯) ইবরাহীম ও মূসার সহীফাসমূহে। (সূরা আল-আলা ৮৭ঃ ১-১৯)
সূরা আল-কাফিরূন -
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ﴿١﴾ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ ﴿٢﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٣﴾ وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ ﴿٤﴾ وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ ﴿٥﴾ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ ﴿٦﴾
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ قُلْ یٰۤاَیُّهَا الْكٰفِرُوْنَ ۙ﴿۱﴾ لَاۤ اَعْبُدُ مَا تَعْبُدُوْنَ ۙ﴿۲﴾ وَلَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ۚ﴿۳﴾ وَلَاۤ اَنَا عَابِدٌ مَّا عَبَدْتُّمْ ۙ﴿۴﴾ وَلَاۤ اَنْتُمْ عٰبِدُوْنَ مَاۤ اَعْبُدُ ؕ﴿۵﴾ لَكُمْ دِیْنُكُمْ وَلِیَ دِیْنِ ٪﴿۶﴾
(১) বল, ‘হে কাফিররা, (২) তোমরা যার ‘ইবাদাত করো আমি তার ‘ইবাদাত করি না’। (৩) এবং আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী নও’। (৪) ‘আর তোমরা যার ‘ইবাদত করছ আমি তার ‘ইবাদাতকারী হব না’। (৫) ‘আর আমি যার ‘ইবাদাত করি তোমরা তার ‘ইবাদাতকারী হবে না’। (৬) ‘তোমাদের জন্য তোমাদের দীন আর আমার জন্য আমার দীন।’ (সূরা আল-কাফিরূন ১০৯ঃ ১-৬)
সূরা আল-ইখলাস -
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ﴿١﴾ اللَّهُ الصَّمَدُ ﴿٢﴾ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ﴿٣﴾ وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ ﴿٤﴾
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ ﴿١﴾اللّٰهُ الصَّمَدُ ﴿٢﴾لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْ ﴿٣﴾وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ﴿٤﴾
বিসমিল্লাহির রাহমানির রাহীম। (১) ক্বুল হুওয়াল্লা-হু আহাদ। (২) আল্লাহুস্ সামাদ। (৩) লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। (৪) ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ।
(১) বল, তিনিই আল্লাহ্, এক-অদ্বিতীয়। (২) আল্লাহ্ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী। (৩) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি। (৪) আর তাঁর কোন সমকক্ষও নেই। (সূরা ইখলাস ১১২ঃ ১-৪)