পরিচ্ছেদ: তাহাজ্জুদ সালাত শুরুর দোয়া

২৭৩. তাহাজ্জুদ সালাত শুরুর দোয়া #১

আল্লাহ্‌র রাসূল (ﷺ) রাতের বেলা (সালাতে) দাঁড়িয়ে ‘আল্লাহু আকবার' বলে এ দোয়া পড়তেন -

سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ

سُبْحَانَكَ اَللّٰهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ وَتَعَالٰى جَدُّكَ وَلَا اِلٰهَ غَيْرُكَ

সুবহা-নাকাল্লা-হুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাসমুকা ওয়া তা‘আ-লা জাদ্দুকা ওয়া লা- ইলা-হা গাইরুক

অনুবাদ

হে আল্লাহ্‌! মহিমা তোমার, প্রশংসা ও তোমার নাম বরকতময়; তোমার মহিমা সমুন্নত; তুমি ছাড়া আর কোনও হক্ব ইলাহ্‌ নেই।


তারপর তিনবার বলতেন -

لَا إِلَهَ إِلَّا اللَّهُ

لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ

‘লা- ইলা-হা ইল্লাল্লাহ'

অনুবাদ

আল্লাহ্‌ ছাড়া কোনও হক্ব ইলাহ্‌ নেই।


তারপর তিনবার বলতেন -

اَللَّهُ أَكْبَرُ كَبِيرًا

اَللّٰهُ اَكْبَرُ كَبِيْرًا

আল্লাহু 'আকবার কাবীরান

অনুবাদ

আল্লাহ্‌ যথার্থই সর্বশ্রেষ্ঠ।


তারপর বলতেন -

أَعُوْذُ بِاللَّهِ السَّمِيْعِ الْعَلِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ مِنْ هَمْزِهِ وَنَفْخِهِ وَنَفْثِهِ

اَعُوْذُ بِاللّٰهِ السَّمِيْعِ الْعَلِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ مِنْ هَمْزِهٖ وَنَفْخِهٖ وَنَفْثِهٖ

আ‘উযু বিল্লা-হিস্‌ সামি‘ইল-‘আলীমি মিনাশ শাইত্বা-নির রাজীম মিন হামঝিহি ওয়া নাফখিহি ওয়া নাফছিহ

অনুবাদ

অভিশপ্ত শয়তান এবং তার কুমন্ত্রণা, ঝাড়ফুঁক ও যাদুমন্ত্র হতে আমি সর্বশ্রোতা ও সর্বময় জ্ঞানের অধিকারী আল্লাহ্‌ তা’আলার নিকটে আশ্রয় চাই।

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৭৭৫

৮৭৭. ঘুম ভাঙার পরে সলাত শুরুর আগের যিকর

রাসূলুল্লাহ (ﷺ) যখন রাতে জাগতেন তখন ১০ বার বলতেন -

اَللَّهُ اَكْبَرُ

اَللّٰهُ اَكْبَرُ

আল্লাহু আকবার

অনুবাদ

আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।


১০ বার-

اَلْحَمْدُ لِلَّهِ

اَلْحَمْدُ لِلّٰهِ

আল‘হামদু লিল্লা-হ

অনুবাদ

সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য।


১০ বার-

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ

سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ

সুবহা-নাল্লা-হি ওয়া বি’হামদিহী।

অনুবাদ

ঘোষণা করছি আল্লাহ্‌র পবিত্রতার এবং তার প্রশংসা-সহ।


১০ বার-

سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ

سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوْسِ

সুব’হা-নাল মালিকিল ক্বুদ্দূস

অনুবাদ

পবিত্রতা ঘোষণা করছি মহা-পবিত্র মালিকের।


১০ বার-

اَسْتَغْفِرُ اللَّهَ

اَسْتَغْفِرُ اللّٰهَ

আস্তাগফিরুল্লা-হ

অনুবাদ

আমি আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করছি।


১০ বার-

لَا إِلَهَ إِلَّا اللَّهُ

لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ

লা- ইলা-হা ইল্লাল্লা-হ

অনুবাদ

আল্লাহ্‌ ছাড়া কোনও হক্ব ইলাহ নেই।


অতঃপর তিনি ১০ বার বলতেন -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ ضِيْقِ الدُّنْيَا، وَضِيْقِ يَوْمِ الْقِيَامَةِ

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنْ ضِيْقِ الدُّنْيَا، وَضِيْقِ يَوْمِ الْقِيَامَةِ

আল্লা-হুম্মা ইন্নি আ’উযুবিকা মিন দ্বিক্বীদ দুন্‌ইয়া- ওয়া দ্বিক্বী ইয়াওমিল কিয়ামাহ্‌।

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের যাবতীয় অভাব, সংকীর্ণতা ও বিপদগ্রস্ততা হতে আশ্রয় চাইছি।

রেফারেন্সহাসান সহিহ। আবু দাউদঃ ৫০৮৫

৮৭৮. তাহাজ্জুদ সালাত শুরুর দোয়া #২

রাসূলুল্লাহ (ﷺ) রাতের সলাতে দাঁড়িয়ে প্রথমে ১০ বার বলতেন -

اَللَّهُ اَكْبَرُ

اَللّٰهُ اَكْبَرُ

আল্লাহু আকবার

অনুবাদ

আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।


১০ বার-

سُبْحَانَ اللَّهِ

سُبْحَانَ اللّٰهِ

সুবহা-নাল্লাহ

অনুবাদ

আমি আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করছি।


১০ বার-

اَسْتَغْفِرُ اللَّهَ

اَسْتَغْفِرُ اللّٰهَ

আস্তাগফিরুল্লা-হ

অনুবাদ

আমি আল্লাহ্‌র ক্ষমা প্রার্থনা করছি।


তারপর এ দোয়া পড়তেন -

اَللَّهُمَّ اغْفِرْ لِي وَاهْدِنِي، وَارْزُقْنِي وَعَافِنِي

اَللّٰهُمَّ اغْفِرْ لِيْ وَاهْدِنِيْ، وَارْزُقْنِيْ وَعَافِنِيْ

আল্লাহুম্মাগফির লী ওয়াহদিনী ওয়ারযুক্বনী, ওয়া ‘আফিনী

অনুবাদ

হে আল্লাহ্‌, আমাকে ক্ষমা করুন এবং [তাকওয়ার পথে] হেদায়েত দিন, আমাকে রিজিক দান করুন এবং দেহের সুস্বাস্থ্য দান করুন।


এছাড়াও তিনি এ দোয়া পড়তেন -

أَعُوْذُ بِاللَّهِ مِنْ ضِيْقِ الْمَقَامِ يَوْمَ الْقِيَامَةِ

اَعُوْذُ بِاللّٰهِ مِنْ ضِيْقِ الْمَقَامِ يَوْمَ الْقِيَامَةِ

আ‘উযু বিল্লা-হি মিন দ্বিক্বীল মাক্বা-মি ইয়াওমাল ক্বিয়া-মাহ।

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি আপনার নিকট ক্বিয়ামাতের দিনের সংকীর্ণ স্থান হতে আশ্রয় চাইছি।

‘আসিম ইবনু হুমায়িদ থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) রাতের সলাত কিসের দ্বারা আরম্ভ করতেন সে সম্পর্কে আমি ‘আয়িশাহ (রাঃ)-কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তুমি আমাকে এমন একটি প্রশ্ন করেছ যা ইতোপূর্বে কেউ করেনি। অতঃপর তিনি (উপরোক্ত দোয়াটি উল্লেখ করেন)

রেফারেন্সহাসান সহিহ। আবু দাউদঃ ৭৬৬

সেটিংস

বর্তমান ভাষা