পরিচ্ছেদ: বিতরের যিক্‌র

২৭৪. বিতরের সালাতের পরের যিক্‌র #১

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বিতিরের শেষে তিন বার এ যিক্‌রটি বলতেন, শেষবারে লম্বা করে বলতেন -

سُبْحَانَ الْمَلِكِ الْقُّدُّوْسِ

سُبْحَانَ الْمَلِكِ الْقُّدُّوْسِ

সুব’হা-নাল মালিকিল ক্বুদ্দূস

অনুবাদ

পবিত্রতা ঘোষণা করছি মহা-পবিত্র মালিকের।

রেফারেন্সসহিহ। আবু দাউদ নং ১৪৩০, সুনান নাসাঈ নং ১৬৯৯,১৭০১

২৭৫. বিতরের সালাতের পরের যিক্‌র #২

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বিতরের শেষের দিকে বলতেন -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُــوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوْبَتِكَ، وَاَعُوْذُ بِكَ مِنْكَ، لَا اُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ، اَنْتَ كَمَا اَثْنَيْتَ عَلٰى نَفْسِكَ

আল্লা-হুম্মা ইন্নী আঊযু বিরিদ্বা-কা মিন সাখাত্বিক, ওয়া বিমু‘আ-ফা-তিকা মিন ‘উক্বুবাতিক, ওয়া আঊযু বিকা মিনকা, লা উহ্‌সী ছানা-আন ‘আলাইকা, আনতা কামা- আছনাইতা ‘আলা নাফসিক

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি আশ্রয় চাই তোমার অসন্তুষ্টি থেকে সন্তুষ্টির কাছে, তোমার শাস্তি থেকে তোমার ক্ষমার কাছে। তোমার (পাকড়াও) থেকে তোমার (দয়ার) কাছে। আমি তোমার প্রশংসা বর্ণনা করে শেষ করতে পারব না; তুমি প্রশংসিত, যেভাবে তুমি নিজের প্রশংসা করেছ।

আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বিতরের শেষে কথাগুলো বলতেন। এখানে বিতরের শেষ বলতে সালামের আগে না সালামের পরে তা স্পষ্ট করে বলা হয় নি। এজন্য মুমিন এ দোয়াটি সালাতুল বিতরের শেষে সালামের আগে অথবা সালামের পরে পাঠ করতে পারেন।"

রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ১৪২৭

২৭৬. বিতরের সালাতের পরের যিক্‌র #৩

শেষের বার তাঁর আওয়াজ দীর্ঘায়িত করে বলতেন -

رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ

رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوْحِ

রাব্বুল মালা-ইকাতি ওয়ার-রূহ

অনুবাদ

যিনি সকল ফেরেশতা ও জিবরীলের মনিব।

রেফারেন্সসুনানে দারা কুত্বনী ২/৩১, মু'জামুল আওসাত্ব ৮/১০৮, সুনানে বায়হাকি ৩/৪০

সেটিংস

বর্তমান ভাষা