পরিচ্ছেদ: অসুস্থ ব্যক্তির জন্য দোয়া সমূহ
৫৩১. বিষাক্ত দংশন-এর দোয়া
সূরা ফাতিহা
بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿١﴾ الْحَمْدُ لِلَّـهِ رَبِّ الْعَالَمِينَ ﴿٢﴾ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ ﴿٣﴾ مَالِكِ يَوْمِ الدِّينِ ﴿٤﴾ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ ﴿٥﴾ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ ﴿٦﴾ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴿٧﴾
بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ﴿۱﴾ اَلْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعٰلَمِیْنَ ۙ﴿۲﴾ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۙ﴿۳﴾ مٰلِكِ یَوْمِ الدِّیْنِ ؕ﴿۴﴾ اِیَّاكَ نَعْبُدُ وَاِیَّاكَ نَسْتَعِیْنُ ؕ﴿۵﴾ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِیْمَ ۙ﴿۶﴾ صِرَاطَ الَّذِیْنَ اَنْعَمْتَ عَلَیْهِمْ غَیْرِ الْمَغْضُوْبِ عَلَیْهِمْ وَلَا الضَّآلِّیْنَ ٪﴿۷﴾
(১) বিসমিল্লা-হির রাহমা-নির রাহি-ম। (২) আলহামদু লিল্লা-হি রাব্বিল আ’-লামি-ন। (৩) আর-রাহমা-নির রাহি-ম। (৪) মা-লিকি ইয়াওমিদ্দি-ন। (৫) ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাই’-ন। (৬) ইহদিনাস সিরা-তা’ল মুসতাকি’-ম। (৭) সিরা-তা’ল্লা যি-না আনআ’মতা আ’লাইহিম। গা’ইরিল মাগ’দু’বি আ’লাইহিম। ওয়ালা দ্দ-ল্লি-ন
(১) পরম করুণাময় অতি দয়ালু আল্লাহ্র নামে। (২) সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি সৃষ্টিকুলের রব। (৩) দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। (৪) বিচার দিবসের মালিক। (৫) আপনারই আমরা ইবাদাত করি এবং আপনারই নিকট আমরা সাহায্য চাই। (৬) আমাদেরকে সরল পথ দেখান। পথের হিদায়াত দিন। (৭) তাদের পথ, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। যাদেরকে নিয়ামত দিয়েছেন।যাদের উপর (আপনার) ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। (সূরা ফাতিহা: ১-৭)
‘আবদুর রহমান ইবনুল আসওয়াদের পিতা আসওয়াদ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমি ‘আয়েশা (রাঃ)-কে বিষাক্ত প্রাণীর দংশনের কারণে ঝাড়-ফুঁক করার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেনঃ নবী (ﷺ) সকল প্রকার বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়-ফুঁক করার অনুমতি দিয়েছেন।
৫৩২. কোনো কিছুর উপর নিজের চোখ লাগার ভয় থাকলে দোয়া
যখন তোমাদের কেউ তার ভাইয়ের, অথবা নিজের কোনো বিষয়ে, অথবা নিজের কোনো সম্পদে এমন কিছু দেখে যা তাকে চমৎকৃত করে, তখন সে যেন বলে -
بَارَكَ اللَّهُ لَكَ
بَارَكَ اللّٰهُ لَكَ
বা-রাকাল্লাহু লাক
আল্লাহ্ তোমাকে বরকত দান করুন।
কারণ, চোখ লাগার (বদ নজরের) বিষয়টি সত্য।
৫৩৩. বিভিন্ন রোগে ঝাড়-ফুঁকের দোয়া
‘আয়েশা (রাঃ) বলেন, রাসূল (ﷺ) যখন পীড়িত হতেন, তখন সূরা নাস, ফালাক পড়ে নিজের শরীরে ফুঁ দিতেন এবং নিজের হাত দ্বারা শরীর মুছে ফেলতেন।