পরিচ্ছেদ: নবজাতক সম্পর্কিত দোয়া সমূহ
৩৯৬. নবজাতকের জন্য অভিনন্দন
بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوْبِ لَكَ، وَشَكَرْتَ الْوَاهِبَ، وَبَلَغَ أَشُدَّهُ، وَرُزِقْتَ بِرَّهُ.
بَارَكَ اللّٰهُ لَكَ فِي الْمَوْهُوْبِ لَكَ، وَشَكَرْتَ الْوَاهِبَ، وَبَلَغَ اَشُدَّهٗ، وَرُزِقْتَ بِرَّهٗ
বা-রাকাল্লাহু লাকা ফিল মাউহূবি লাকা, ওয়া শাকারতাল ওয়া-হিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুযিক্বতা বির্রাহু
আপনাকে আল্লাহ্ যে নবজাতক উপহার দিয়েছেন তাকে আল্লাহ্ বরকতময় করুন, আপনি উপহারদাতার কৃতজ্ঞতা প্রকাশ করুন, নবজাতক পূর্ণ বয়স লাভ করুক এবং আপনি তার খিদমত লাভ করুন।
৩৯৭. নবজাতকের অভিনন্দনের উত্তর
بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللَّهُ خَيْرًا، وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ، وَأَجْزَلَ ثَوَابَكَ
بَارَكَ اللّٰهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَزَاكَ اللّٰهُ خَيْرًا، وَرَزَقَكَ اللّٰهُ مِثْلَهٗ، وَاَجْزَلَ ثَوَابَكَ
বা-রাকাল্লাহু লাকা ওয়া বা-রাকা ‘আলাইকা, ওয়া জাযা-কাল্লাহু খাইরান, ওয়া রাযাক্বা কাল্লাহু মিছলাহু, ওয়া আজঝালা ছাওয়া-বাকা
আল্লাহ্ আপনাকে বরকত প্রদান করুন, আপনাকে বরকতময় করুন, আপনাকে উত্তম পুরস্কার প্রদান করুন, আপনাকে অনুরূপ উপহার প্রদান করুন, আপনার সাওয়াব বহুগুণে বাড়িয়ে দিন।
কোনো কোনো সাহাবী থেকে উপরোক্ত দোয়াটি বর্ণিত হয়েছে।