পরিচ্ছেদ: নিয়ামাত বা অনুগ্রহের প্রার্থনা
১৮. আল্লাহ্র কাছে দুনিয়া-আখিরাতের কল্যান ও প্রশান্তি চাওয়া #১
আল্লাহ্র রাসূল (ﷺ) বলতেন -
اَللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي، وَأَصْلِحْ لِي دُنْيَايَ الَّتِي فِيهَا مَعَاشِي، وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ
اَللّٰهُمَّ اَصْلِحْ لِيْ دِيْنِيَ الَّذِيْ هُوَ عِصْمَةُ اَمْرِيْ، وَاَصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ، وَاَصْلِحْ لِيْ اٰخِرَتِي الَّتِيْ فِيْهَا مَعَادِيْ، وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِّيْ فِيْ كُلِّ خَيْرٍ، وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِّيْ مِنْ كُلِّ شَرٍّ
আল্লা-হুম্মা, আস্বলি’হ লী দীনিয়াল্লাযী হুওয়া 'ইস্ব্মাতু আমরী। ওয়া আস্বলি’হ লী দুন্ইয়া ইয়াল্লাতী ফীহা মা’আ-শী। ওয়া আস্বলি’হ লী আখিরাতি‘ল লাতী ফিহা মাআ‘দি ওয়াজ-‘আলিল 'হায়াতা ঝিয়া‘দাতান লী ফি কুল্লি খাইরিন ওয়াজ-‘আলিল মাওতা র’হাতান লী মিন কুল্লি শার্
হে আল্লাহ্! তুমি আমার দ্বীনকে সুন্দর করো, যা আমার সকল কর্মের হিফাযতকারী। আমার পার্থিব জীবনকে সুন্দর করো, যাতে আমার জীবিকা রয়েছে। আমার পরকালকে সুন্দর করো, যাতে আমার প্রত্যাবর্তন হবে। আমার জন্য হায়াতকে প্রত্যেক কল্যাণে বৃদ্ধি করো এবং মওতকে প্রত্যেক অকল্যাণ থেকে আরামদায়ক করো।
১৯. আল্লাহ্র কাছে দুনিয়া-আখিরাতের কল্যান ও প্রশান্তি চাওয়া #২
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) এর একটি দোয়া ছিল এ রকম -
اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيعِ سَخَطِكَ
اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوُّلِ عَافِيَتِكَ وَفُجَاءَةِ نِقْمَتِكَ وَجَمِيْعِ سَخَطِكَ
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন যাওয়া-লি নি'অ্মাতিক, ওয়া তা'হাওউলি ‘আ-ফিয়াতিক, ওয়া ফুজা-আতি নিক্বমাতিক ওয়া জামীয়ি সাখাতিক
হে আল্লাহ্! আমি তোমার কাছে (এসব বিষয়ে) আশ্রয় চাই তোমার অনুগ্রহ দূরে সরে যাওয়া, তোমার ক্ষমার মোড় ঘুরে যাওয়া, তোমার আচমকা শাস্তি ও তোমার সব ধরনের ক্রোধ।