পরিচ্ছেদ: দ্বীনের উপর অটল থাকার দোয়া

১৫. দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি

اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ

اَللّٰهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلٰى طَاعَتِكَ

আল্লা-হুম্মা মুস্বাররিফাল ক্কুলূবি স্বররিফ ক্কুলূবানা- ‘আলা ত্ব-‘আতিক

অনুবাদ

হে আল্লাহ্‌, অন্তরসমূহের পরিবর্তনকারী! আমাদের অন্তরগুলো তোমার আনুগত্যের দিকে ঘুরিয়ে দাও।

আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস (রাঃ) আল্লাহ্‌র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছেন, আদম (আঃ)-সন্তানদের সকল ক্বলব (অন্তর) আল্লাহ্‌র দু' আঙুলের মাঝখানে একটিমাত্র ক্বলবের মতো হয়ে আছে; তিনি যখন চান তখনই তা ঘুরিয়ে দেন।” এরপর আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন - (উপরে উল্লেখিত দোয়া)

রেফারেন্সমুসলিমঃ ২৬৫৫

১৬. দ্বীনের উপর অটল থাকার দোয়া

শাহর বিন হাওশাব (রাঃ) উম্মু সালামা (রাঃ) কে জিজ্ঞাসা করলেন, ‘নবী (ﷺ) তার কাছে অবস্থান করার সময় কোন দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন?' তিনি বলেন, তিনি যে দোয়াটি সবচেয়ে বেশি পড়তেন তা হলো -

يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِكَ

يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِيْ عَلٰى دِيْنِكَ

ইয়া- মুকাল্লিবাল ক্কুলূবি সাব্‌বিত ক্কাল্‌বী ‘আলা- দীনিক্‌

অনুবাদ

হে অন্তরসমূহের পরিবর্তনকারী! আমার অন্তরকে তোমার দ্বীনের উপর অটল রাখো।

আমি জিজ্ঞাসা করলাম, “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আপনি এ দোয়াটি অধিক পরিমাণে পড়েন কেন?” নবী (ﷺ) বলেন, “হে উম্মু সালামা (রাঃ)! এমন কোনও আদম (আঃ)-সন্তান নেই, যার ক্বলব আল্লাহ্‌র দু আঙুলের মাঝখানে নেই; তিনি যাকে চান সোজা রাখেন, আর যাকে চান বাঁকা করে দেন।”

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৫২২

৯২২. ইসলামের উপর অবিচল থাকার দোয়া

يَا وَلِيَّ الْإِسْلَامِ وَأَهْلِهُ ثَبِّتْنِيْ بِهِ حَتّٰى أَلْقَاكَ.

يَا وَلِيَّ الْاِسْلَامِ وَاَهْلِهُ ثَبِّتْنِيْ بِهِ حَتّٰى اَلْقَاكَ.

ইয়া- ওয়ালিয়্যাল ইসলা-মি ওয়া আহ্‌লিহু ছাব্বিতনী বিহী হাত্‌তা আলক্বা-কা।

অনুবাদ

হে ইসলাম ও মুসলমানের অভিভাবক, আপনি আমাকে সেদিন পর্যন্ত ইসলামের উপর অবিচল রাখুন, যেদিন আপনার সাক্ষাত লাভের সৌভাগ্য আমার হবে।

রেফারেন্সসকল সনদের ভিত্তিতে সাব্যস্ত। সিলসিলাতুস সহিহাহ ১৮২৩

সেটিংস

বর্তমান ভাষা