পরিচ্ছেদ: ইমাম ও মুআযযিনের জন্য দোয়া
১৬৮. ইমাম ও মুআযযিনের জন্য দোয়া
আবূ হুরায়রাহ্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, ইমাম যিম্মাদার এবং মুআযযিন আমানতদার।
اَللَّهُمَّ أَرْشِدِ الْأَئِمَّةَ وَاغْفِرْ لِلْمُؤَذِّنِيْنَ
اَللّٰهُمَّ اَرْشِدِ الْاَئِمَّةَ وَاغْفِرْ لِلْمُؤَذِّنِيْنَ
আল্ল-হুম্মা আরশিদি্ল আইম্মাতা ওয়াগ্ফির লিল্ মুওয়ায্যিনীন্
অনুবাদ
হে আল্লাহ্! তুমি ইমামদের সঠিক পথ প্রদর্শন করো এবং মুআযযিনদের ক্ষমা করো।
রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ৫১৭