পরিচ্ছেদ: আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময় দোয়া

১৬৬. আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময় দোয়া করার মহত্ত্ব

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “আযান ও ইক্বামতের মধ্যবর্তী সময় দোয়া ফিরিয়ে দেওয়া হয় না।”

রেফারেন্সসহীহ। তিরমিযিঃ ২১২

১৬৭. ইকামতের জবাব

ইকামত দেয়ার সময় মুস্বল্লীগণ মুআযযিনের সাথে সাথে ইকামতের শব্দগুলি বলবে। রাসূল (ﷺ) আযান ও ইকামত উভয়কেই আযান বলেছেন। [১]

উল্লেখ্য যে, ‘কাদ্ ক্ব-মাতিস্ব্ স্বলা-হ্’ এর জবাবে ‘আক্বামাহাল্লাহু ওয়া আদামাহা’ বলার হাদীসটি যঈফ। [২] অতএব ইকামতের শব্দগুলির জবাবে মুস্বল্লীদেরও আযানের অনুরূপই বলতে হবে।

রেফারেন্স[১] বুখারীঃ ৬১১ [২] যঈফ। আবূ দাঊদঃ ৫২৮

সেটিংস

বর্তমান ভাষা