৪৩৬. শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনা
শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনা আরবি
يَا حَيُّ، يَا قَيُّوْمُ
শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনা উচ্চারণ
ইয়া ‘হাইয়্যূ ইয়া ক্বাইয়্যুম
শত্রুদের উপর বিজয় লাভের প্রার্থনা অনুবাদ
হে চিরঞ্জীব, হে সর্বসংরক্ষক।
আলী (রাঃ) বলেন: “বদরের যুদ্ধের দিনে আমি কিছুক্ষণ যুদ্ধ করে রাসূলুল্লাহ্ (ﷺ) কি করছেন তা দেখার জন্য তাড়াহুড়ো করে ফিরে আসলাম। এসে দেখি তিনি সাজাদা রত অবস্থায় রয়েছেন এবং শুধু বলছেন: ইয়া হাইউ ইয়া কাইউম' (হে চিরঞ্জীব, হে সংরক্ষক), এর বেশি কিছুই বলছেন না। এরপর আমি আবার যুদ্ধের মধ্যে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার আসলাম। দেখি তিনি সাজদা রত অবস্থায় ঐ কথাই বলছেন। এরপর আমি যুদ্ধে ফিরে গেলাম। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। এসে দেখি তিনি সে কথাই বলছেন। এরপর আল্লাহ্ তাঁকে বিজয় দান করেন। এ হাদীসেও আমরা দেখছি, কিভাবে যিক্রের মাধ্যমে দোয়া করা হয়। এরূপ সমর্পিত যিক্র সর্বোত্তম দোয়ার ফল এনে দেয়।
রেফারেন্সহাসান (হাইসামী)। তাবরানীঃ ৪৮১৭
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১শত্রুবাহিনীর বিরুদ্ধে দোয়াশত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #২সাপ বিচ্ছু থেকে আত্মরক্ষার যিক্রজুলুমের আশঙ্কা দেখা দিলেশত্রু এবং শক্তিধর ব্যক্তির সাক্ষাতকালে দোয়া #১যালিম কওমের অন্তর্ভুক্ত না হওয়ার দোয়াযুদ্ধে যাওয়ার দোয়াদুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #৪বিপদগ্রস্তকে দেখলে বলার দোয়াযুদ্ধে অগ্রগামীদের জন্য দোয়াদুশ্চিন্তা বা বিপদগ্রস্তের দোয়া #১