পরিচ্ছেদ: শুরু করার পূর্বে

১৬১

১. সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা-র কাছে নিজেকে বিনীত করা। নিজেকে পুরোপুরিভাবে তাঁর কাছে আত্মসমর্পন করে দেয়া।২. দু'আ ক্ববুলের সময় দু'আ করা। আযান ও ইক্বামাহর মাঝে, রাতের শেষ তৃতীয়াংশে, আসরের সলাত এবং মাগরিবের সলাতের মধ্যবর্তী সময়ে, জুমু'আর দিন দুই খুতবার মাঝে, বৃষ্টির সময়ে ইত্যাদি।

সেটিংস

বর্তমান ভাষা