পরিচ্ছেদ: যুদ্ধ সম্পর্কিত দোয়া সমূহ
৮৯৬. যুদ্ধে যাওয়ার দোয়া
اَللَّهُمَّ بِكَ أُقَاتِلُ وَبِكَ أُصَاوِلُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
اَللّٰهُمَّ بِكَ اُقَاتِلُ وَبِكَ اُصَاوِلُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ
আল্লা-হুম্মা বিকা উক্বা-তিলু ওয়াবিকা উসাউইলু ওয়ালা হাওলা ওয়ালা- ক্বুওয়্যাতা ইল্লা- বিল্লা-হ।
হে আল্লাহ আপনারই সাহায্যে আমি যুদ্ধ করি, আপনারই সাহায্যে আমি আক্রমণ করি। কোনো শক্তি বা ক্ষমতা (কার্যকরী) হয় না আপনার সাহায্য ব্যতীত।
৮৯৭. যুদ্ধে অগ্রগামীদের জন্য দোয়া
اُغْزُوا بِاسْمِ اللَّهِ فِي سَبِيْلِ اللَّهِ قَاتِلُوا مَنْ كَفَرَ بِاللَّهِ اُغْزُوا وَلَا تَغُلُّوا وَلَا تَغْدِرُوا وَلَا تَمْثُلُوا وَلَا تَقْتُلُوا وَلِيْدًا
اُغْزُوْا بِاسْمِ اللّٰهِ فِيْ سَبِيْلِ اللّٰهِ قَاتِلُوْا مَنْ كَفَرَ بِاللّٰهِ اُغْزُوْا وَلَا تَغُلُّوْا وَلَا تَغْدِرُوْا وَلَا تَمْثُلُوْا وَلَا تَقْتُلُوْا وَلِيْدًا
উগ্যূ বিস্মিল্লা-হি ফি সাবিলিল্লা-হি, ক্বাতিলু মান কাফারা বিল্লা-হি, উগ্যূ ওয়ালা তাগুল্লু ওয়ালা তাগ্দিরু ওয়ালা তাম্ছুলু ওয়ালা তাক্বতুলু ওয়ালিদা
আল্লাহর নাম নিয়ে আল্লাহর পথে যুদ্ধ করাে। যে (আল্লাহ তা’আলাকে একমাত্র উপাস্য হিসেবে) অস্বীকার করবে তার বিরুদ্ধে লড়াই করাে। জিহাদ করাে, (গনিমতের সম্পদে) খেয়ানত করাে না। (কারও সঙ্গে) ওয়াদা ভঙ্গ করাে না। কারও নাক কান কাটবে না (চেহারা বিকৃত করবে না) এবং কোনাে বাচ্চাকে হত্যা করবে না।
কাউকে ছােট বা বড় সৈন্যদলের আমীর (কমান্ডার) বানালে (অথবা সমকালীন শাসকের পক্ষ থেকে বানানাে হলে) তাকে নিজের ব্যাপারে আল্লাহ তা’আলার ভয় এবং তার অধীনস্থ মুসলমানদের (সিপাহিদের) সঙ্গে ভালাে আচরণ করার ওসিয়ত করবে। তারপর বলবে- (দোয়াটি উপরে বর্ণিত হয়েছে)
৯০০. যুদ্ধে গমনকারীদের প্রতি খুতবা #১
يَا أَيُّهَا النَّاسُ لَا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوْا اللَّهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيْتُمُوْهُمْ فَاصْبِرُوْا، وَاعْلَمُوْا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ.
يَا اَيُّهَا النَّاسُ لَا تَتَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوْا اللّٰهَ الْعَافِيَةَ، فَاِذَا لَقِيْتُمُوْهُمْ فَاصْبِرُوْا، وَاعْلَمُوْا اَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوْفِ.
ইয়া আয়্যুহান্- নাস, লা- তাতামান্নাও লিক্বা-আল আদুওয়্যি ওয়াসালুল্লা-হাল্ ‘আফিয়াহ, ফা- ইযা লাক্বিতুমু- হুম ফাস্বিরু, ওয়া’লামু আন্নাল্ জান্নাতা তাহ্তা যিলা-লিস্ সুয়ূফ।
হে মুজাহিদবাহিনী, শত্রুর বিরুদ্ধে সাক্ষাৎ কামনা করো না। (বরং) আল্লাহ তা’আলার নিকট নিরাপত্তা চাও। তবে যদি মোকাবেলা হয়েই যায়, তা হলে দৃঢ়পদ থাকো এবং জেনে রাখো, তরবারির ছায়ার নিচেই রয়েছে জান্নাত।