পরিচ্ছেদ: অপরের কল্যাণ কামনায় পঠিতব্য দোয়া সমূহ
৪৫৩. কেউ আপনার ক্ষমার জন্য আল্লাহ্র কাছে দোয়া করলে
আবদুল্লাহ ইবনু সারজিস (রাঃ) থেকে বর্ণিত, তাঁর সামনে গিয়ে বলি, হে আল্লাহ্র রাসূল -
غَفَرَ اللَّهُ لَكَ
غَفَرَ اللّٰهُ لَكَ
গাফারাল্লাহু লাক
আল্লাহ্ আপনাকে ক্ষমা করুন!
এর জবাবে নবী (ﷺ) বলেন -
وَلَكَ
وَلَكَ
ওয়া লাক
(আল্লাহ্) তোমাকেও (ক্ষমা করুন)! [১]
এ কথা শুনে লোকজন বলে ওঠে, “আল্লাহ্র রাসূল (ﷺ) তোমার জন্য ক্ষমাপ্রার্থনা করেছেন?” তিনি বলেন, “হ্যাঁ! তোমাদের জন্যও।” এরপর তিনি এ আয়াত পাঠ করেন। [২]
وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ
وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ
“নিজের ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থনা করো; এবং মুমিন নারী ও পুরুষদের জন্যও।” (সূরা মুহাম্মাদ ৪৭:১৯)
৪৫৪. কেউ আপনার জন্য ভালো কাজ করলে
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, কারও কোনও ভালো কাজ করে দেওয়া হলে, সে যদি কর্মসম্পাদনকারীকে বলে -
جَزَاكَ اللَّهُ خَيْرًا
جَزَاكَ اللّٰهُ خَيْرًا
জাযা-কাল্লা-হু খাইরান
আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন!
তা হলে সে যেন (তার জন্য) সর্বোচ্চ মাত্রার প্রশংসা করল।
৪৫৫. দাজ্জাল থেকে নিরাপদ থাকার জন্য
নবী (ﷺ) বলেন, “যে-ব্যক্তি সূরা আল-কাহফ এর প্রথম দিকের দশটি আয়াত আত্মস্থ করবে, তাকে দাজ্জাল থেকে সুরক্ষিত রাখা হবে।"