৭৫৯. ব্যাপক অর্থবোধক ও সর্বোত্তম বাক্যাবলির সাহায্যে দোয়া
رَبَّنَا أَصْلِحْ بَيْنَنَا، وَاهْدِنَا سَبِيلَ الْإِسْلَامِ، وَنَجِّنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ، وَاصْرِفْ عَنَّا الْفَوَاحِشَ مَا ظَهْرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَبَارِكْ لَنَا فِي أَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَقُلُوبِنَا وَأَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا، وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ، وَاجْعَلْنَا شَاكِرِينَ لِنِعْمَتِكَ، مُثْنِينَ بِهَا، قَائِلِينَ بِهَا، وَأَتْمِمْهَا عَلَيْنَا
রাব্বানা- আস্বলি’হ বাইনানা- ওয়াহদিনা- সাবিলাল ইসলা-ম, ওয়া নাজ্জিনা- মিনায যুলুমা-তি ইলান নুর, ওয়াস্বরিফ ‘আন্নাল ফাওয়া-হিশা মা- যাহরা মিনহা- ওয়া মা বাত্বানা ওয়া বা-রিক লানা- ফি আসমা’ইনা- ওয়া আবস্ব-রিনা- ওয়া ক্বুলুবিনা- ওয়া আঝওয়া-জিনা- ওয়া যুররিয়্যা-তিনা- ওয়া তুব ‘আলাইনা- ইন্নাকা আনতাত তাওয়্যাবুর রহিম ওয়াজ’আলনা- শা-কিরিনা লিনি’মাতিকা মুছনিনা বিহা- ক্বা-ইলিনা বিহা- ওয়া আতমিমহা- ‘আলাইনা-
আমাদের প্রতিপালক! আমাদের মধ্যকার সম্পর্কের সংশোধন করে দাও, আমাদেরকে ইসলামের পথে পরিচালিত করো, আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে মুক্তি দাও, প্রকাশ্য ও গুপ্ত সকল প্রকার অশ্লীলতা থেকে আমাদের দূরে রাখো, আমাদের শ্রবণেন্দ্রীয়, অন্তরসমূহ ও আমাদের স্ত্রী-পুত্রদের মধ্যে বরকত দান করো এবং আমাদের তাওবা কবুল করো। কেননা তুমিই তাওবা কবুলকারী, পরম দয়ালু। তুমি আমাদেরকে নিয়ামতের প্রতি কৃতজ্ঞ, এগুলোর প্রশংসাকারী ও আলোচনাকারী বানাও এবং তা আমাদেরকে পূর্ণরূপে দান করে।
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, সালাতে বসে কী পড়ব, আমরা তা জানতাম না। আর আল্লাহ্র রাসূল (ﷺ)-কে শেখানো হয়েছে ব্যাপক অর্থবোধক ও সর্বোত্তম বাক্যাবলি। এরপর তিনি তাশাহুদের আলোচনা করতে গিয়ে বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) তাশাহুদের মতো করে আমাদেরকে আরও কিছু বাক্য শেখাতেন – (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
নিকৃষ্ট সঙ্গী ও নিকৃষ্ট বৈশিষ্ট্য থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া
আল্লাহ্র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #৬
ক্ষমা চাওয়ার দোয়া
উপকারী জ্ঞান চাওয়া
দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া
রিজিক ও গৃহের প্রশস্ততা চাওয়ার দোয়া
দ্বীনের গভীর জ্ঞান লাভের দোয়া
ক্ষমা চাওয়ার দোয়া
উত্তম চরিত্র চাওয়ার দোয়া
অন্তরকে আল্লাহ্র আনুগত্যে স্থির রাখার দোয়া #২
নবী (ﷺ)-যা চেয়েছেন তার অনুরূপ দোয়া
মজবুত ঈমান ও শত্রুদের থেকে নিরাপত্তা চাওয়ার দোয়া