৭০৬. ধন-সম্পদ ও সন্তানসন্ততিতে বারাকাহ প্রার্থনা
اَللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
আল্লা-হুম্মা আকছির মা-লাহূ ওয়া ওয়ালাদাহূ ওয়া বা-রিক লাহূ ফীমা- আ‘ত্বইতাহু
হে আল্লাহ্! তাকে বেশি করে সম্পদ ও সন্তান দিয়ো; তাকে তুমি যা দেবে, তাতে বরকত দিয়ো।
আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমার মা বললেনঃ হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আনাস আপনারই খাদিম। আপনি তার জন্য দোয়া করুন। তিনি (ﷺ) দোয়া করলেনঃ (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হিদায়াত ও অবিচল থাকার দোয়া #২
দরিদ্রতা,অপমান ও জুলুম থেকে আশ্রয় চাওয়া
তাওবা করা ও ক্ষমা চাওয়া
বরকত, সম্মান ও সন্তুষ্টি চাওয়ার দোয়া
কৃপণতা, ভীরুতা ও অন্তরের পরীক্ষা থেকে বাঁচার দোয়া
অপকারী জ্ঞান ও দোয়া ক্ববুল না হওয়া থেকে আশ্রয় চাওয়া
রিজিক ও গৃহের প্রশস্ততা চাওয়ার দোয়া
নবী (ﷺ)-যা চেয়েছেন তার অনুরূপ দোয়া
দুনিয়া-আখিরাতের কল্যাণ কামনা
পরিপূর্ণ ঈমান, অশেষ অনুগ্রহ এবং রাসুল (ﷺ) সাহচর্য চাওয়ার দোয়া
উপকারী জ্ঞান চাওয়া
দুশ্চিন্তা, অলসতা, কাপুরুষতা ও ঋণের বোঝা হতে আশ্রয় চাওয়ার দোয়া