১৫. দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি
Daily DuasProtectionIslamic PrayerCategory 1
দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি আরবি
اَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ
দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি উচ্চারণ
আল্লা-হুম্মা মুস্বাররিফাল ক্কুলূবি স্বররিফ ক্কুলূবানা- ‘আলা ত্ব-‘আতিক
দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতি অনুবাদ
হে আল্লাহ্, অন্তরসমূহের পরিবর্তনকারী! আমাদের অন্তরগুলো তোমার আনুগত্যের দিকে ঘুরিয়ে দাও।
আবদুল্লাহ ইবনু আমর ইবনু আস (রাঃ) আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছেন, আদম (আঃ)-সন্তানদের সকল ক্বলব (অন্তর) আল্লাহ্র দু' আঙুলের মাঝখানে একটিমাত্র ক্বলবের মতো হয়ে আছে; তিনি যখন চান তখনই তা ঘুরিয়ে দেন।” এরপর আল্লাহ্র রাসূল (ﷺ) বলেন - (উপরে উল্লেখিত দোয়া)
রেফারেন্সমুসলিমঃ ২৬৫৫
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
হিদায়াত বা পথ-নির্দেশনা #৫হিদায়াত বা পথ-নির্দেশনা #৬গুনাহ মাফ চাওয়া #১গুনাহ মাফ চাওয়া #২জান্নাত লাভ ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়াআল্লাহ্র কাছে দুনিয়া-আখিরাতের কল্যান ও প্রশান্তি চাওয়া #১দাসমুক্তির সওয়াববান্দা তার রবের মুখাপেক্ষী #১দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়াসকল কাজে উত্তম পরিণতি এবং সুরক্ষাহিদায়াত বা পথ-নির্দেশনা #৪গুনাহ মাফ চাওয়া #৩