পরিচ্ছেদ: টয়লেট সম্পর্কিত দোয়া সমূহ

১৬০. টয়লেটে ঢুকার সময় দোয়া

আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) টয়লেটে ঢুকার সময় বলতেন -

بِسْمِ اللَّهِ، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

بِسْمِ اللّٰهِ، اَللّٰهُمَّ اِنِّيْ اَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ

বিসমিল্লা-হ, আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল খুবুছি ওয়াল খাবা-ইছ

অনুবাদ

আল্লাহ্‌র নামে। হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই পুরুষ ও নারী শয়তান থেকে।

আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেনঃ তোমাদের কেউ যখন প্রকৃতির ডাকে নির্জনস্থানে গমন করে তখন জিনদের চক্ষু থেকে আদম-সন্তানদের গুপ্তাঙ্গের আবরণ হলো “বিসমিল্লাহ” বলা।

রেফারেন্সবুখারীঃ ১৪২

১৬১. টয়লেট থেকে বের হওয়ার দোয়া

আয়িশা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্‌র রাসূল (ﷺ) টয়লেট থেকে বের হওয়ার সময় বলতেন -

غُفْرَانَكَ

غُفْرَانَكَ

গুফরা-নাক

অনুবাদ

আপনার ক্ষমা প্রার্থনা করি।

আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) ইস্তিঞ্জা শেষে বেরিয়ে আসলে এ দোয়াটি বলতেন।

রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৩০

সেটিংস

বর্তমান ভাষা