দোয়া কবুলের সময় ও স্থান সমূহ

পরিচ্ছেদ: দোয়া কবুলের সময় ও স্থান সমূহ

৩৪. দোয়া কবুলের সময় #১

আব্দুল্লাহ্ ইবনু আমর (রাঃ) বলেন, একজন লোক বলল, হে আল্লাহ্‌র রাসূল! মুআযযিনদের মর্যাদা আমাদের চেয়ে বেশী হয়ে যাবে। তখন রাসূল (ﷺ) বললেন, ‘মুআযযিন্ যা বলে তুমিও তা বল। যখন আযান শেষ হয়ে যাবে তখন আল্লাহ্‌র কাছে চাও, যা চাইবে তা দেয়া হবে।

রেফারেন্সহাসান। আবূ দাঊদঃ ৫২৪

৩৫. দোয়া কবুলের সময় #২

আনাস (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) বলেছেন, যখন সালাতের জন্য আযান দেওয়া হয় তখন আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়।

রেফারেন্সসহীহ। সিলসিলা সহীহাহঃ ১৪১৩

৩৬. লাইলাতুল কদর সম্পর্কে

আল্লাহ্‌ তা'আলা বলেন -

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ ﴿٣﴾ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ ﴿٤﴾ سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ ﴿٥﴾

اِنَّا اَنْزَلْنَاهُ فِيْ لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾ وَمَا اَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ ﴿٣﴾ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ مِّن كُلِّ اَمْرٍ ﴿٤﴾ سَلَامٌ هِيَ حَتّٰي مَطْلَعِ الْفَجْرِ ﴿٥﴾

অনুবাদ

(১) নিশ্চয়ই আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল ক্বাদরে।’ (২) তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী? (৩) ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম। (৪) সে রাতে ফেরেশতারা ও রূহ (জিবরাইল) তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। (৫) শান্তিময় সেই রাত, ফজরের সূচনা পর্যন্ত।

রেফারেন্সসূরা আল-কদরঃ ৯৭:১-৫

সেটিংস

বর্তমান ভাষা