পরিচ্ছেদ: কুরবানী দানকারীর জন্য পঠিতব্য দোয়া সমূহ

৩৪৬. কুরবানীর দোয়া #১

জুনদুব ইবনু আব্দুল্লাহ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যবেহকারী ‘বিসমিল্লা-হ্’ বলে যবেহ করবে।

بِسْمِ اللَّهِ

بِسْمِ اللّٰهِ

বিসমিল্লা-হ

অনুবাদ

আল্লাহ্‌র নামে।

রেফারেন্সবুখারীঃ ৯৮৫

৩৪৭. কুরবানীর দোয়া #২

আনাস (রাঃ) বলেন, রাসূল (ﷺ) সাদা-কালো মিশ্রিত শিং ওয়ালা ছাগলের দু’টি চোয়ালের উপর পা রেখে বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার’ বলে কুরবানী করলেন।

بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ

بِسْمِ اللّٰهِ وَاللّٰهُ اَكْبَرُ

বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার

অনুবাদ

আল্লাহ্‌র নামে, আর আল্লাহ্‌ সবচেয়ে বড়।

রেফারেন্সবুখারীঃ ৫৫৬৫

৩৪৮. পশু জবেহ বা নাহর করার সময় যা বলবে

بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ [اَللَّهُمَّ مِنْكَ وَلَكَ] اَللَّهُمَّ تَقَبَّلْ مِنِّي

بِسْمِ اللّٰهِ وَاللّٰهُ اَكْبَرُ [اَللّٰهُمَّ مِنْكَ وَلَكَ] اَللّٰهُمَّ تَقَبَّلْ مِنِّيْ

বিসমিল্লা-হি ওয়াল্লা-হু আকবার, [আল্লা-হুম্মা মিনকা ওয়ালাকা], আল্লা-হুম্মা তাকাব্বাল মিন্নী

অনুবাদ

আল্লাহ্‌র নামে, আর আল্লাহ্‌ সবচেয়ে বড়। [হে আল্লাহ্‌! এটা আপনার নিকট থেকে প্রাপ্ত এবং আপনার জন্যই] হে আল্লাহ্‌! আপনি আমার তরফ থেকে তা কবুল করুন।

রেফারেন্সআহমাদ ৪/৪০০, নং ১৯৫৮৬; আবু দাউদ, ৪/৩০৮, নং ৫০৪০

সেটিংস

বর্তমান ভাষা