পরিচ্ছেদ: বাড়িতে প্রবেশ
১৫৭. বাড়ি প্রবেশের যিক্র #১
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
اَللّٰهُمَّ اِنِّيْ اَسْاَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللّٰهِ وَلَجْنَا وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا
আল্লা-হুম্মা, ইন্নী- আস্আলুকা খাইরাল মাউলিজি ওয়া খাইরাল মাখ্রাজি, বিসমিল্লা-হি ওয়ালাজনা- ওয়া বিসমিল্লা-হি খারাজনা- ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা- তাওয়াক্কালনা-
হে আল্লাহ্, আমি আপনার কাছে প্রার্থনা করছি উত্তম প্রবেশস্থল ও উত্তম বহির্গমনস্থল। আল্লাহ্র নামে প্রবেশ করলাম এবং আল্লাহ্র নামে বাহির হলাম এবং আমাদের প্রভু আল্লাহ্র উপর নির্ভর করলাম।
রাসূলুল্লাহ্ (ﷺ) বাড়িতে প্রবেশের সময় আল্লাহ্র যিক্র করতে নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে, আল্লাহ্র যিক্র করে বাড়িতে প্রবেশ করলে শয়তান সে বাড়িতে অবস্থান করতে পারে না। বাড়ি প্রবেশের মাসনূন মূল যিক্র হচ্ছে “সালাম”। আবু মালিক আশআরীর (রাঃ) সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন: তোমাদের কেউ যখন প্রবেশ করবে তখন যেন সে এ কথাগুলো বলে, এরপর তার স্ত্রী-পরিজনদেরকে সালাম দিবে।” হাদীসটির রাবীগণ সকলেই নির্ভরযোগ্য, কিন্তু হাদীসটি “মুরসাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
১৫৮. বাড়ি প্রবেশের যিক্র #২ (সালাম)
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ
আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ
আপনার উপর আল্লাহ্র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক
সবাইকেই সালাম প্রদান সুন্নাত। আর স্বামী, স্ত্রী ও পরিবারের সদস্যগণকে সালাম দেওয়া অতিরিক্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। হাদীসে বিশেষভাবে এর নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য বিশেষ সাওয়াব ও বরকতের সুসংবাদ প্রদান করা হয়েছে। আবু উমামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: “আল্লাহ্ তিন ব্যক্তির প্রত্যেকের জামিন ও সংরক্ষক, যদি বেঁচে থাকে তবে তার সকল বিষয় আল্লাহ্র পক্ষ থেকে রক্ষা করা হবে এবং যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এর মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করল এবং আল্লাহ্র জামিনদারীতে চলে গেল ...।
১৫৯. বাড়ি প্রবেশের সময় যিক্র #৩
بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
بِسْمِ اللّٰهِ وَلَجْنَا، وَبِسْمِ اللّٰهِ خَرَجْنَا، وَعَلَى اللّٰهِ رَبِّنَا تَوَكَّلْنَا
বিসমিল্লা-হি ওয়ালাজনা, ওয়াবিস্মিল্লা-হি খারাজনা, ওয়া ‘আলাল্লা-হি রাব্বিনা তাওয়াক্কালনা
আল্লাহ্র নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্র উপরই আমরা ভরসা করলাম
উপরোক্ত দোয়াটি বলার পর ঘরের লোকজনকে সালাম দিবে। [১] তাছাড়া সহীহ হাদীসে এসেছে, “যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে, আর প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহ্কে স্মরণ করে, তখন শয়তান (নিজ ব্যক্তিদের) বলে, তোমাদের কোনো বাসস্থান নেই, তোমাদের রাতের কোনো খাবার নেই।” [২]