পরিচ্ছেদ: রমজানে পঠিত দোয়া সমূহ
৩১০. লাইলাতুল কদরের বিশেষ দোয়া
اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ (كَرِيْمٌ) تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ (كَرِيْمٌ) تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّىْ
আল্লা-হুম্মা, ইন্নাকা ‘আফুওউন্ (কারীমুন) তু’হিব্বুল ‘আফ্ওয়া ফা'অ্ফু ‘আন্নী
হে আল্লাহ্, আপনি ক্ষমাশীল (উদার), আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন।
আয়েশা (রাঃ) বলেন, হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমি লাইলাতুল ক্বদরে কি দোয়া করব? তখন তিনি এ দোয়াটি শিখিয়ে দেন। লাইলাতুল ক্বদরে সালাতের সিজদায়, সালামের আগে, সালামের পরে এবং অন্যান্য সকল দিনে ও রাতে সকল সালাতে ও সাধারণ সময়ে এ দোয়াটি পাঠ করা যায়।
৩১১. সিয়াম শুরুর যিক্র
সিয়ামের শুরুতে কোনো মাসনূন যিক্র নেই। তবে সিয়াম শুরুর পূর্ব-রাতেই সিয়ামের জন্য নিয়্যাত করা জরুরী। মনের মধ্যে জাগরুক উদ্দেশ্যকে নিয়্যাত বলে। সিয়ামের পূর্বে, রাতে শয়নের আগে বা সাহরির সময় মুমিনের মনের মধ্যে সিয়াম পালনের যে ইচ্ছা এটিই নিয়্যাত। “নাওয়াইতুআন” বলে বা অন্য কোনোভাবে মুখে নিয়্যাত করা খেলাফে সুন্নাত।
৩১২. নতুন চাঁদ দেখার যিক্র
اَللَّهُمَّ أَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْإِيْمَانِ وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ رَبِّيْ وَرَبُّكَ اللَّهُ
اَللّٰهُمَّ اَهْلِلْهُ عَلَيْنَا بِالْيُمْنِ وَالْاِيْمَانِ وَالسَّلَامَةِ وَالْاِسْلَامِ رَبِّيْ وَرَبُّكَ اللّٰهُ
আল্লা-হুম্মা, আহলিলহু ‘আলাইনা- বিলইউমনি ওয়াল ঈমান, ওয়াস সালা-মাতি ওয়াল ইসলা-ম রাব্বি ওয়া রাব্বুকাল্লা-হু
হে আল্লাহ্! আমাদের জন্য চাঁদটিকে বারাকাতময় (নিরাপদ), ঈমান, নিরাপত্তা ও শান্তির বাহন করে উদিত করো। হে নতুন চাঁদ আল্লাহ্ তা'আলা আমারও প্রভু, তোমারও প্রভু।
রাসূলুল্লাহ্ (ﷺ) নতুন চাঁদ দেখলে এ দোয়া বলতেন। রমযান ও সকল মাসের নতুন চাঁদ দেখে এ দোয়া পাঠ করা মাসনূন।