রাসূল (ﷺ) এবং সাহাবীগণ যেভাবে দোয়া করেছিলেন

পরিচ্ছেদ: রাসূল (ﷺ) এবং সাহাবীগণ যেভাবে দোয়া করেছিলেন

৬৯৫. দুনিয়া-আখিরাতের কল্যাণ কামনা

নবী (ﷺ) যে দোয়াটি অধিক পরিমাণে পড়তেন, তা হলো -

اَللَّهُمَّ آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

اَللّٰهُمَّ اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

আল্লা-হুম্মা আ-তিনা- ফিদ্ দুন্ইয়া- হাসানাতাওঁ ওয়াফিল্ আ-খিরাতি হাসানাতাওঁ ওয়াক্বিনা- ‘আযা-বান না-র

অনুবাদ

হে আল্লাহ্‌! আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, কল্যাণ দাও আখিরাতে, আর আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও!

আনাস (রাঃ) কোনও দোয়া করতে চাইলে, এ দোয়া করতেন; আর কোনও কিছুর প্রয়োজন দেখা দিলে, দোয়ার মধ্যে এ কথাগুলো উল্লেখ করতেন।

রেফারেন্সমুসলিমঃ ২৬৯০

৬৯৬. আল্লাহ্‌র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #১

আল্লাহ্‌র রাসূল (ﷺ) এই দোয়া পড়তেন -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنَى، وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، اَللَّهُمَّ اغْسِلْ قَلْبِي بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِي مِنَ الْخَطَايَا، كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ

اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَعَذَابِ النَّارِ، وَفِتْنَةِ الْقَبْرِ وَعَذَابِ الْقَبْرِ، وَشَرِّ فِتْنَةِ الْغِنٰى، وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ، اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ، اَللّٰهُمَّ اغْسِلْ قَلْبِىْ بِمَاءِ الثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّ قَلْبِىْ مِنَ الْخَطَايَا، كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْاَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَبَاعِدْ بَيْنِيْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْكَسَلِ وَالْمَأْثَمِ وَالْمَغْرَمِ

আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন ফিতনাতিন্‌ না-র, ওয়া আযা-বিন্‌ না-র, ওয়া ফিতনাতিল ক্বাবর, ওয়া আযা-বিল ক্বাবর, ওয়া শার্‌রি ফিতনাতিল গিনা, ওয়া শার্‌রি ফিতনাতিল ফাক্বর, আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ্ দাজ্জা-ল, আল্লা-হুম্মাগ্‌সিল ক্বল্‌বী বিমা-ইছ ছাল্‌জি ওয়াল বারাদ, ওয়া নাক্কি ক্বল্‌বী মিনাল খাত্বা-ইয়া- কামা- নাক্কাইতাছ ছাওবাল আব্‌ইয়াদ্বা মিনাদ দানাস। ওয়া বা-‘ইদ বাইনী ওয়া বাইনা খাত্বা-ইয়া-ইয়া কামা- বা-‘আদ্‌তা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিব। আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা মিনাল কাসালি ওয়াল মা’ছামি ওয়াল মাগরাম

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই। জাহান্নামের পরীক্ষা ও জাহান্নামের শাস্তি থেকে, কবরের পরীক্ষা ও কবরের শাস্তি থেকে, প্রাচুর্যের পরীক্ষার অনিষ্ট থেকে এবং দারিদ্রের পরীক্ষার অনিষ্ট থেকে। হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই (ভণ্ড) ত্রাণকর্তা দাজ্জালের পরীক্ষা থেকে। হে আল্লাহ্‌! আমার অন্তরকে ধুয়ে দাও শীতল ও বরফগলা পানি দিয়ে; আমার অন্তরকে গোনাহ থেকে পরিচ্ছন্ন করো, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে পরিচ্ছন্ন করো; আর আমার ও আমার গোনাহগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করো, যেভাবে দূরত্ব সৃষ্টি করেছো পূর্ব ও পশ্চিমের মধ্যে। হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই। অলসতা ও বার্ধক্য থেকে এবং গোনাহ ও ঋণে জড়িয়ে পড়া থেকে।

রেফারেন্সবুখারীঃ ৬৩৭৭

৬৯৭. আল্লাহ্‌র কাছে অপছন্দনীয় বিষয়-বস্তু থেকে আশ্রয় প্রার্থনা #২

আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলতেন -

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَالْبُخْلِ وَأَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَالْبُخْلِ وَاَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ

আল্লা-হুম্মা, ইন্নী আ‘উযু বিকা মিনাল ‘আজ্‌ঝি ওয়াল কাসালি ওয়াল জুব্‌নি ওয়াল হারামি ওয়াল বুখ্‌লি ওয়া আ‘উযু বিকা মিন ‘আযা-বিল ক্ববর, ওয়া মিন ফিতনাতিল মাহ্ইয়া- ওয়াল মামা-ত

অনুবাদ

হে আল্লাহ্‌! আমি তোমার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, ভীরুতা, বার্ধক্য ও কৃপণতা থেকে; তোমার কাছে আশ্রয় চাই কবরের শাস্তি থেকে এবং জীবন ও মৃত্যুর পরীক্ষা থেকে।

রেফারেন্সবুখারীঃ ৬৩৬৭, মুসলিমঃ ২৭০৬

সেটিংস

বর্তমান ভাষা