পরিচ্ছেদ: পশু-পাখি সম্পর্কিত দোয়া সমূহ

৫১০. মোরগ ডাকলে ও গাধা চিৎকার করলে

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “তোমরা মোরগের ডাক শুনলে, আল্লাহ্‌র কাছে তাঁর অনুগ্রহ চাইবে; কারণ, সে একজন ফেরেশতা দেখেছে। আর গাধার চিকার শুনলে, শয়তানের ব্যাপারে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাইবে; কারণ, গাধা একটি শয়তান দেখেছে।”

রেফারেন্সবুখারীঃ ৩৩০৩

৫১১. গাধার স্বর অথবা রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়া #১

রাসূল (ﷺ) বলেছেন, মানুষের চলাফেরা বন্ধ হয়ে গেলে, (ঘর থেকে) কম বের হও, কারণ আল্লাহ্‌ তা'আলা রাতের বেলা তার সৃষ্টিকুলের মধ্যে যাদের চান তাদের ছড়িয়ে দেন। আল্লাহ্‌র নাম স্মরণ করে দরজা বন্ধ কোরো, কারণ আল্লাহ্‌র নাম স্মরণ করে যে দরজা বন্ধ করা হয়, শয়তান তা খুলতে পারে না। তারপর হাঁড়িপাতিল ঢেকে রেখো, (খালি) পাতিল উলটিয়ে রেখো এবং পানির থলের মুখ বন্ধ করে রেখো।”

রেফারেন্সসিলসিলা সহিহাহঃ ১৫১৮, বুখারীঃ ৩৩০৪

৫১২. গাধার স্বর অথবা রাতের বেলায় কুকুরের ডাক শুনলে দোয়া #২

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيـمِ

اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

আ‘উযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম

অনুবাদ

বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ্‌র আশ্রয় নিচ্ছি।

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, “যখন তোমরা মোরগের ডাক শুনবে, তখন তোমরা আল্লাহ্‌র অনুগ্রহ চাইবে, কেননা সে একটি ফেরেশতা দেখেছে। আর যখন তোমরা কোনো গাধার স্বর শুনবে, তখন শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাইবে; কেননা সে শয়তান দেখেছে।” [১] আবার “যখন তোমরা রাত্রিবেলা কুকুরের ডাক ও গাধার স্বর শুনবে, তখন তোমরা সেগুলো থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাও; কেননা সেগুলো তা দেখে তোমরা যা দেখতে পাও না।” [২]

রেফারেন্স[১] বুখারীঃ ৩৩০৩ [২] সহীহ। আবূ দাঊদঃ ৫১০৩

সেটিংস

বর্তমান ভাষা