৩২. চিরস্থায়ী নেক আমল
Daily DuasProtectionIslamic PrayerCategory 2
চিরস্থায়ী নেক আমল হচ্ছে -
চিরস্থায়ী নেক আমল আরবি
سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
চিরস্থায়ী নেক আমল উচ্চারণ
সুবহা-নাল্লা-হ, ওয়াল-‘হামদু লিল্লা-হ, ওয়া লা-ইলা-হা ইল্লাল্লা-হ, ওয়াল্লা-হু আকবার, লা হাউলা ওয়ালা ক্বুওয়্যাতা ইল্লা বিল্লা-হ
চিরস্থায়ী নেক আমল অনুবাদ
আল্লাহ্ পবিত্র-মহান। সকল হামদ-প্রশংসা আল্লাহ্র। আল্লাহ্ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই। আল্লাহ্ সবচেয়ে বড়। আর আল্লাহ্র সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই।
রেফারেন্সমুসনাদে আহমাদ নং ৫১৩; আহমাদ শাকের এর তারতীব অনুসারে, আর তার সনদ বিশুদ্ধ। দেখুন, মাজমাউয যাওয়ায়িদ, ১/২৯৭; ইবন হাজার বুলুগুল মারাম গ্রন্থে এটাকে আবু সা‘ঈদ রাদিয়াল্লাহু ‘আনহু এর বর্ণনায় ইমাম নাসাঈ (আস-সুনানুল কুবরা, নং ১০৬১৭) নিয়ে এসেছেন বলে ইঙ্গিত করেছেন এবং বলেছেন যে, হাদীসটিকে ইবন হিব্বান (নং ৮৪০) ও হাকেম (১/৫৪১) সহীহ বলেছেন।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বণী ইসমাঈল (আঃ) এর চারজনকে দাসমুক্তি করার সওয়াবজান্নাতের একটি খেজুর গাছ রোপনসমুদ্রের ফেনা সমপরিমাণ গুনাহ মুছে ফেলাএক হাজার সওয়াব লেখা অথবা এক হাজার পাপ মুছে ফেলাকীভাবে নবী (ﷺ) তাসবীহ পাঠ করতেন?ইসলাম গ্রহণ করার পর পঠিত দোয়াএমন যিকির যা জবানে সহজ আর মীযানের পাল্লায় ভারীরবের প্রশংসাসহ তাসবীহ বর্ণনাআল্লাহ্র নিকট সর্বাধিক প্রিয় বাক্যসর্বশ্রেষ্ঠ দোয়া এবং সর্বোত্তম যিক্রজান্নাতে একটি ঘর নির্মাণজান্নাতের এক রত্নভাণ্ডার