পরিচ্ছেদ: যে পানাহার করালো তার জন্য দোয়া
৫০৭. যে পানাহার করাল তার জন্য দোয়া #১
একদা রাসূল (ﷺ) জনৈক সাহাবীর বাড়িতে কিছু পান করার পরে বলেছিলেন -
اَللَّهُمَّ أَطْعِمْ مَنْ أَطْعَمَنِيْ وَاسْقِ مَنْ سَقَانِيْ (وَأَسْقِ مَنْ أَسْقَانِي)
اَللّٰهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنِيْ وَاسْقِ مَنْ سَقَانِيْ (وَاَسْقِ مَنْ اَسْقَانِيْ)
আল্লা-হুম্মা, আত্ব’ইম মান আত্ব'আমানী, ওয়াসক্বি মান সাক্বা-নী (অন্য বর্ণনায় ওয়া আসক্বি মান আসক্বানী)
হে আল্লাহ্, যে আমাকে খাইয়েছে তাকে আপনি খাদ্য প্রদান করুন এবং যে আমাকে পান করিয়েছে তাকে আপনি পানীয় প্রদান করুন।
৫০৮. যে পানাহার করাল তার জন্য দোয়া #২
أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ
اَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُوْنَ، وَاَكَلَ طَعَامَكُمُ الْاَبْرَارُ وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ
আফত্বারা ‘ইনদাকুমুস স্বা-ইমূন, ওয়া আকালা ত্বা'আ-মাকুমুল আবরা-র, ওয়া স্বাল্লাত ‘আলাইকুমুল মালা-ইকাহ
তোমাদের কাছে রোযাদারগণ ইফতার করুন, তোমাদের খাদ্য নেককারগণ ভক্ষণ করুন এবং তোমাদের জন্য ফিরিশতাগণ দোয়া করুন।
কেউ রাসূলুল্লাহ্ (ﷺ)-কে ইফতার করালে বা সিয়াম ছাড়া অন্য সময়ে কোনো খাদ্য খাওয়ালে তিনি এ কথা বলে তার জন্য দোয়া করতেন - (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
৫০৯. যে পানাহার করাল তার জন্য দোয়া #৩
اَللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
اَللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيْ مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
আল্লা-হুম্মা বা-রিক লাহুম ফীমা- রযাক্বতাহুম ওয়াগফিরলাহূম ওয়ার'হাম'হূম
হে আল্লাহ্! আপনি তাদেরকে যে রিযিক দান করেছেন তাতে তাদের জন্য বরকত দিন এবং তাদের গুনাহ মাফ করুন, আর তাদের প্রতি দয়া করুন।
আব্দুল্লাহ্ ইবনু বিশর বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমার পিতার বাড়িতে আগমন করেন। তিনি কিছু খাদ্য পেশ করেন। তিনি তা থেকে কিছু খাদ্য গ্রহণ করেন। আমার পিতা তার কাছে দোয়া চান। তখন তিনি এ কথাগুলো বলেন। (উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)